হিরো আলমের নায়িকা থেকে এবার গায়িকা রিয়া মনি

হিরো আলমের নায়িকা থেকে এবার গায়িকা রিয়া মনি। সংগ্রহ-গুগল নিউজ।
হিরো আলমের নায়িকা থেকে এবার গায়িকা রিয়া মনি হিরো আলমের সঙ্গে নায়িকা হিসাবে সিনেমায় জুটি বেঁধেছেন বেশ আগেই। মডেল হয়েছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। এবার গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করছেন রিয়া মনি। হিরো আলমের সঙ্গে ‘আমি আমার নামটা তোমার পাশে লিখে দিতে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এফএ প্রীতমের কথা ও সুরে গানের মিউজিক ভিডিও আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। নতুন অভিজ্ঞতা সম্পর্কে রিয়া মনি বলেন, হিরো আলমের সঙ্গে আমার জুটি মানুষ ভালোভাবেই গ্রহণ করেছেন। তার সঙ্গে মুভির পাশাপাশি অনেক মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছি। এবার গায়িকা হিসাবে হাজির হচ্ছি। আশা করি, দর্শক-শ্রোতা আগের মতোই আমাদের গ্রহণ করবেন। আসলে আমরা মানুষদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি। হিরো আলম বলেন, আমি নিজের যোগ্যতাই আজ এ পর্যন্ত এসেছি। কারো সহযোগিতা পাইনি। আমি মানুষের মনের কষ্ট বুঝি। এজন্য সবাইকে সহযোগিতা করি। পাশে দাঁড়ায়ই। সেই জায়গা থেকে রিয়া মনির সঙ্গে গানটি করেছি। আশা করি, সবাই ভালোভাবেই নেবেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

গ্রামীণ জনপদের মানুষ